• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ইমামের চাকরি পেলেন শহীদ সাজ্জাদের বাবা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সৈয়দপুর পৌরসভা। গত ১৮ নভেম্বর সোমবার পৌরসভার ওয়াক্তিয়া মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে।পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী বলেন, আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। এর কৃতিত্ব ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতরা। তাদেরই একজন শহীদ সাজ্জাদ হোসেন। তাঁর পরিবারের পাশে থাকতে পেরে ভালো লাগছে।শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আল আলমগীর হোসেন বলেন, ছেলে শহীদ হওয়ার পর সরকারিভাবে সহায়তা মেলেনি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। এ অবস্থায় পৌরসভার চাকরিটি পেয়ে খুবই উপকার হয়েছে।সৈয়দপুর উপজেলার লক্ষক্ষ্মণপুরের আলমগীর হোসেন ও শাহীদা বেগম দম্পতির তিন ছেলেমেয়ের মধ্যে সাজ্জাদ ছিলেন বড়। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (এএমটি) ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। থাকতেন সাভারের কলমার দক্ষিণ আউকপাড়ার স্বপ্নপুরী হাউজিংয়ের ভাড়া বাড়িতে।৫ আগস্ট সকালে বাসা থেকে বের হন সাজ্জাদ। দুপুরে গুলিবিদ্ধ হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ৬ আগস্ট সকালে মারা যান সাজ্জাদ। সাভারের কলমায় প্রথম জানাজা শেষে সৈয়দপুরে মরদেহ আনা হয়। গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয় তাঁকে।