পটুয়াখালীতে যাত্রীবাহী ৩ বাস থেকে ২৫ মণ জাটকা জব্দ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আর পি পরিবহণ, মর্ডান পরিবহণ ও সিলাইন পরিবহণ নামের তিনটি যাত্রীবাহী বাস থেকে ২৫ মন নিষিদ্ধ জাটকা ইলিশ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাটকা পরিবহণের দায়ে তিন চালককে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।৩০ নভেম্বর রাত দশটায় শেখ কামাল সেতু এলাকা থেকে এসব মাছ আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। পরে রাত সাড়ে এগারোটার দিকে ৯৬টি মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে এসব মাছ বিতরণ করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ আটক করা হয়। জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অসাধু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।