• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩১ রাত ০২:৫৩:৩৯ (07-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩১ রাত ০২:৫৩:৩৯ (07-Jan-2025)
  • - ৩৩° সে:

ন্যাশনাল লাইফের ইসলামী বিমার শরীয়াহ কাউন্সিলের ৪৯তম সভা

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ইসলামী তাকাফুল বিমার ৪৯তম শরীয়াহ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রোববার কোম্পানির বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম, শরীয়াহ বোর্ড সদস্য ড. এম শমশের আলী, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরি, উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান, আইটি প্রধান এসভিপি এ এমএম ময়েজ উদ্দিন, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মো. জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, আমরা ইসলামী বিধান মেনে তাকাফুল বীমা ব্যবসা পরিচালনা করছি বলেই ন্যাশনাল লাইফের ইসলামী বিমার প্রতি মানুষ আগ্রহী।তিনি আরও বলেন, ন্যাশনাল লাইফ মানুষের জমাকৃত অর্থ যথাযথভাবে সংরক্ষণ করে। যার প্রেক্ষিতে আমরা মেয়াদ উত্তীর্ণ দিনেই এক ঘণ্টায় গ্রাহকের দাবি পরিশোধ করতে পারি। সভায় চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাসান মুরাদের মেয়াদ উত্তীর্ণ তাকাফুল পলিসির ১ কোটি ৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।সভা শেষে সাফা গোল্ড অ্যাওয়ার্ড, আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড ও সাউথ এশিয়ান বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করায় শরীয়াহ কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লাহ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।