শ্রীপুরে পৌর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টায় পৌর ঈদগাহ ওয়েদ্দাদিঘী মাঠে ঈদুল ফিতরের জামাতের নামাজ শুরু হয়। নামাজের পর মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।পৌর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন মন্ডল, উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এসএম রুহুল আমীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, সাবেক সভাপতি আব্দুল মোতালেব, জেলা বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি খাইরুল কবির মণ্ডল আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাইফুল হক মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক নাহিন আহমেদ মমতাজী, শ্রীপুর মুক্তিযোদ্ধা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মুনসুর আহমেদ, যুবদল নেতা মাহবুব আলম, সাবেক ছাত্রদল নেতা নাসিম মন্ডলসহ সর্বস্তরের হাজারো মানুষ পৌর ঈদগাহে নামাজ আদায় করেন।হাফেজ মাওলানা তৈয়ব সিদ্দিকি জৈনপুরী সাহেবের মৃত্যুতে ঐতিহ্যবাহী পৌর ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাতে ইমামতি করেন জৈনপুরী সাহেবের জৌষ্ঠ পুত্র হাফেজ মাওলানা সোম্মামা সিদ্দিকী জৈনপুরী।সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে গিয়ে দেখা যায়, নামাজ আদায়ের জন্য ঈদগাহের সামনে মানুষের সারি। হাজারো মুসল্লি সারিবদ্ধভাবে ঈদগাহে ঢুকছেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই পৌর ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়। সকল বেদাবেদ ভুলে গিয়ে সকল শ্রেণি-পেশার মানুষ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন।নামাজ শেষে খুতবার পর মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন শ্রীপুরের সর্ব শ্রদ্ধাভাজন মুরুব্বী পীরজাদা মাওলানা এসএম রুহুল আমীন সাহেব। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন।