• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১১:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১১:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

হাবিপ্রবিতে ‘মালয়েশিয়ায় পড়াশোনা এবং বৃত্তির সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস (ক্যাডস) আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের অংশগ্রহণে মালয়েশিয়ায় পড়াশোনা এবং বৃত্তির সুযোগ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে ৷ ১৭ অক্টোবর বৃহস্পতিবার হাবিপ্রবির কৃষি অনুষদের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালয়শিয়া পিএইচডি ও পোস্ট ডক্টরেট ডিগ্রিধারী ড. আসিফ রায়হান এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিজবা উদ্দিন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোফরেস্ট্রি ও ইনভারমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শোয়েবুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন ক্যাডস’র পরিচালক অধ্যাপক ড. মো: শফিকুল বারী। প্রধান অতিথি বলেন, 'বাংলাদেশের শিক্ষার্থীদের বাইরের দেশে পড়াশোনার জন্য যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এবং বিভিন্ন দেশে যেতে আইইএলটিএস পাসের প্রয়োজন পড়ে। আমি মনে করি, যদি শুরু থেকেই তোমরা সর্বোচ্চ চেষ্টা করো, তাহলে আইইএলটিএস তোমাদের জন্য সহজ হবে।ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিসের (ক্যাডস) এর পরিচালক অধ্যাপক ড. মো: শফিকুল বারী বলেন, 'আমার দায়িত্ব গ্রহণের পর এটিই ক্যাডস’র আয়োজনে আমার প্রথম প্রোগ্রাম। খুব স্বল্প সময়ের মাঝে আমরা এই সেমিনারের আয়োজন করেছি। আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছে, যা আমাদের জন্য প্রেরণা স্বরূপ।' তিনি তার বক্তব্যের মাধ্যমে সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীরা কীভাবে স্কলারশিপ সুবিধা গ্রহণ করতে পারবেন এবং সংক্ষিপ্ত আকারে সঠিকভাবে সিভি লেখার নিয়ম উল্লেখ করেন।ক্যাডস’র পরিচালক সমন্বয় করে প্রতিমাসে অন্তত একটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার আয়োজনের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।