• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪৯:২৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪৯:২৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

গাংনীতে কৃষক উদ্যোক্তা সভা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় জমির যৌথ সার ব্যবহারকারীদের নিয়ে কৃষক উদ্যোক্তা সভা অনুষ্ঠিত হয়েছে।২৬ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার ষোলটাকা গ্রামে গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর খামার বাড়ির উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকৌশলী সুবল চন্দ্র দাস ও গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন।এছাড়া কৃষিবিদ আব্দুর রউফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, মতিয়ার রহমান, সুলতান নাজিম উদ্দীন আহমেদসহ কৃষক-কৃষাণীরা সভায় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা কৃষি কাজে সাধারণ মানুষের নানান সমস্যার কথা তুলে ধরেন। সকল সমস্যা সমাধান করে আগামী দিনে নতুন নতুন কৃষি উন্নয়নমূলক কাজ করার মাধ্যমে উদ্যোক্তা তৈরির কথা বলেন।