• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৩:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৩:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

মধুপুরে কৃষকদের মাঝে উন্নত জাতের আনারসের চারা বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে কৃষকদের মাঝে নতুন জাতের বিদেশি এমডি-২ সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ করা হয়েছে। ৩ জানুয়ারি বুধবার সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এ আনারসের বিতরণ করা হয়।২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় লাল মাটির মধুপুর গড়ে কৃষকদের মাঝে এমডি-২ সুপার সুইড জাতের আনারসের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম সবুজ। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আক্তার রিভা, বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।মধুপুরের লাল মাটি আনারস চাষের জন্য বিখ্যাত। উন্নত ও বিদেশে জাতের রপ্তানিযোগ্য আনারস বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপির সহযোগিতায় বিদেশি জাতের আনারস চাষের জন্য প্রকল্প গ্রহণ করেছে। গত দুই বছর যাবত এ জাতের আনারস চাষের যাত্রা শুরু হয়েছে। প্রকল্পের চলমান কার্যক্রমের আওতায় উন্নত জাতের আনারসের এ চারা বিতরণ করা হয়।