• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:২২:৫১ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:২২:৫১ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফুর রহমান।১৬ এপ্রিল বুধবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নে চলমান ১২টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে তাঁরা প্রকল্পগুলোর অগ্রগতি, নির্মাণমান এবং নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করার বিষয়গুলো সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের সাথে মতবিনিময় করেন।বর্তমানে সুরমা ইউনিয়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নতুন কালভার্ট নির্মাণ, সংযোগ সড়ক তৈরি, পুরাতন রাস্তার সংস্কার ও নবায়ন কার্যক্রম। এসব উন্নয়ন কাজের সফল বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত ও সহজে বাজারজাত করতে পারবেন, যা কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, ‘সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। জনগণের সুবিধা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, ইউপি সচিব সামসুল আলম, ইউপি সদস্য শাহ জাহান, মনির উদ্দিন, আব্দুল হামিদ, মাসুদ মিয়া, আব্দুর রউফ, হুসেন আলী, মহিলা ইউপি সদস্য শেফালী বেগম, জাহানারা বেগম, জোসনা রায় প্রমুখ।