• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:১৫:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে ৫ ব্যবসায়ীকে জরিমানা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে বাজারে নিত্যপণ্য সামগ্রীর অতিমূল্যের কারণে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। এ সময় অধিকমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকার অপরাধে পাঁচ ব্যবসায়ীকে সর্বমোট ১৪০০০ টাকা জরিমানা করেন কর্মকর্তারা।২৫ আগস্ট রোববার বিকেলে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ৪টার দিকে সীতাকুণ্ড পৌরসভায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা পুলিশের  সদস্যবৃন্দ। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সীতাকুণ্ড উপজেলার সাধারণ শিক্ষার্থীবৃন্দ এ সময় বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন।