পরিবেশের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম: উপদেষ্টা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বারিধারায় আনন্দ একাডেমি ফর পারফর্মিং আর্টসের উদ্বোধন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকেলে সোশ্যাল সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রাস্টের নিজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।এ সময় তিনি বলেন, পরিবেশ ও সমাজের টেকসই উন্নয়নে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতি ও পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ সংস্কৃতিচর্চা পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সংস্কৃতি মানুষের মনন গঠনের অন্যতম মাধ্যম।উপদেষ্টা আরও বলেন, এ ট্রাস্টের লক্ষ্য উদ্দেশ্য হবে জনগণের কল্যাণে এবং মানবসেবায় নিয়োজিত থাকা। অসহায় এবং হতদরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে এ ট্রাস্ট।এএসএমটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নাসরীন সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এ.এস.এম.ও. সোবহান, এম. হারুনুর রশীদ, শাফাত আহমেদ চৌধুরী, মিসেস ইয়াসমীন মুর্শেদ, মনসুর আহমেদ চৌধুরীর, মিসেস নাসরীন সোবহান, কনক চাঁপা চাকমা, ব্যারিস্টার রেহান হুসেন, ডক্টর এস. এম. আকবর, এ.এফ. নেছার উদ্দিন প্রমুখ।