• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০৩:০৬:০০ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই চৈত্র ১৪৩১ রাত ০৩:০৬:০০ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

লংগদুতে সেনাবাহিনীর ঈদ ও বিজু উপহার সামগ্রী বিতরণ

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর ও বিজু উপলক্ষে রাঙ্গামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে তিন শতাধিক হতদরিদ্র পাহাড়ী বাঙ্গালী পরিবারের মাঝে ঈদ ও বিজু উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়া স্বাবলম্বী হওয়ার জন্য এতিম ও প্রতিবন্ধী রাকিব হাছানকে একটি অটোরিকশা প্রদান করা হয়।  ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় লংগদু জোনের মাল্টি পারপাস সেড হল রুমে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি) হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী এবং প্রতিবন্ধী রাকিবের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।অনুষ্ঠান চলাকালে লংগদু জোনের বিভিন্ন অফিসার উপস্থিত ছিলেন।লে.কর্নেল হিমেল মিয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ ও মানব কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।