• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১৪:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১৪:১১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

মেহেরপুরে একই সঙ্গে চার ফসলের চাষ

জাহিদ মাহমুদ, মেহেরপুর: একই জমিতে এক সঙ্গে চার ফসলের আবাদ করে সাড়া ফেলেছেন মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের চাষী স্বপন। গত দু’বছর আগে দুই ফসল, পরের বছর তিন ফসল আবাদ করে লাভবান হওয়ায় এবছর তিনি একসঙ্গে চার ফসলের আবাদ করেছেন। তার জমিতে এখন আদা, ওল, মুখি কচু ও মরিচের গাছ একই সাথে বেড়ে উঠছে। ভাল লাভের আশা করছেন ওই চাষী।মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের প্রান্তিক চাষী স্বপন ১৫ শতাংশ পরের জমি বর্গা নিয়ে দু’বছর আগে একই জমিতে আদার সঙ্গে সাথী ফসল হিসেবে মরিচের আবাদ করে। এই আবাদে তিনি লাভবান হওয়ায় পরের বছর ৩৩ শতাংশ জমিতে দুই ফসলের সঙ্গে যোগ করেন ওলকচু। এখানেও তিনি লাভবান হওয়ায় এবছর ৭০ শতাংশ জমিতে তিন ফসলের মধ্যে মুখি কচু যোগ করে চার ফসল আবাদ করেছেন। তার জমিতে এখন আদা, মরিচ, ওলকচু ও মুখি কচুর গাছ একই সাথে বেড়ে উঠছে। চাষী স্বপন জানায়, একই খরচে তার চার ফসল উৎপাদন হচ্ছে।একসাথে চার ফসল করার সুবিধা হলো, এর মধ্যে কোন ফসলে লোকসান হলে অন্য ফসল থেকে তা পুষিয়ে যায়। উৎপাদনও ভাল পাওয়া যায়। ফলে লোকসানের কোন সম্ভাবনা থাকে না। প্রথমে হলুদ উঠবে, এরপর ওলকচু, তারপর মুখি কচু শেষে থাকবে মরিচ। বর্তমানে তিনি মরিচ তুলে বাজারে বিক্রি করছেন। তার আশা এবারও ভাল লাভবান হবে। তার এই ফসল দেখতে জমিতে আসেন অনেকে।একই জমিতে যে একই সঙ্গে চার ফসল করা যায়, তার বাস্তব চিত্র দেখে এলাকার চাষীদের মধ্যে সাড়া ফেলেছে। আগামীতে তার মতো করে আবাদ করতে চায় এলাকার অনেক চাষী।সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, চাষী স্বপনের মতো এভাবে জমির সর্বোচ্চ ব্যবহার করলে দেশের প্রতি ইঞ্চি জমি থেকে ফসল উৎপাদন করা সম্ভব, যেটা প্রধানমন্ত্রীর চাওয়া। এক সঙ্গে চার ফসল আবাদ করলে রোগবালাই কম হয়। আরও সুবিধা হলো একই খরচে চারটি ফসল উৎপাদন করা যাচ্ছে। তাছাড়া একটাতে লোকসান হলে অন্যটি থেকে পুষিয়ে নেয়া যায়। ফলে চাষীর লোকসান হওয়ার কোন সম্ভাবনা নাই।তিনি আরও বলেন, মেহেরপুর এলাকার মাটি খুব উর্বর, তাই এই মাটিকে সর্বোচ্চ ব্যবহার করার জন্য চাষীদের উদ্বুদ্ধের পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।