• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সিলেটে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

সিলেট প্রতিনিধি: সিলেটের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামের এক গৃহবধূ।২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ওই নারী চার কন্যাসন্তানের জন্ম দেন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে হাসপাতালের তথ্য কর্মকর্তা মিনহাজ ফয়সাল এ তথ্য জানান ।২২ বছর বয়সী প্রসূতি ফৌজিয়া বেগম সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ এলাকার রুহুল আমিনের স্ত্রী।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকালে প্রসূতিকে তাদের এখানে ভর্তি করানো হয়। রাত ৮টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক লুবনা ইয়াসমিনের তত্ত্বাবধানে অস্ত্রোপচারে চার সন্তানের জন্ম দেন ওই নারী।বর্তমানে অনেকটা আশঙ্কামুক্ত হলেও নবজাতক চারটিকে হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ বা নবজাতক আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া প্রসূতি মাও সুস্থ আছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।