সিলেট ওসমানীতে এমবিবিএস পড়ার সুযোগ পেলো আপন ২ বোন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস ভর্তির সুযোগ পেলো মাধবপুরের মেয়ে নুসরাত জাহান সারা।গত রোববার ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে মাধবপুর উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা ‘এশিয়ান টিভির প্রতিনিধি’ সাংবাদিক আজিজুর রহমান জয়ের দ্বিতীয় সন্তান নুসরাত জাহান সারা।জানা যায়, বড় বোন রামিশা আনজুম মাইশাও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্রী। এবার একই মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলো দুই বোন।নুসরাত জাহান সারা বলেন, বড় বোন রামিশা আনজুম মাইশা যখন সিলেট ওসমানীতে সুযোগ পেলো তখন থেকেই নিজেকেও মেডিকেলে পড়ার জন্য তৈরি করছিলাম। হাঁটি হাঁটি পা পা করে স্বপ্ন বাস্তবে রূপ নিল। নিজের মেধা, পরিবারের মা বাবাসহ শিক্ষকদের ঐকান্তিক চেষ্টাও অনুপ্রেরণায় নিজের মনের ভেতরে লালন করা স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছে। কোনো বাধাই আমাকে দমাতে পারেনি।মাধবপুর উপজেলা আদর্শ মডেল কলেজের শিক্ষক জালাল উদ্দিন লস্কর বলেন, স্কুলে সারা ছিল ভদ্র ও বিনয়ী একজন ছাত্রী। আমার বিশ্বাস ছিল সে আগামীতে অনেক ভালো কিছু করবে। সে মাধবপুর উপজেলার সম্মান বৃদ্ধি করেছে। তিনি এই মেধাবী শিক্ষার্থীর জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।