• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৬:৪০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৬:৪০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

রামপালে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারে এলাকাবাসীর মানববন্ধন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে বিএনপি নেতা মাহাফুজুর রহমান আকুঞ্জীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে তিন গ্রামের দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধন করেছেন।৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গৌরম্ভা ব্রিজ মোড়ের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধনের বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ কয়েকশত গ্রামবাসী উপস্থিত ছিলেন।মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, উপজেলার গৌরম্ভার পুটিমারী নদীর অগ্রভাগের কচুয়া অংশের প্রায় দেড় থেকে দুই কিলোমিটার নদী খনন করা হয়। খননের সময় গ্রামবাসী খননকারী ঠিকাদারের প্রতিনিধিদের খননকৃত নদীর পাড় উচু করে দেওয়ার দাবি করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের খনন যন্ত্র (স্কেবেটর) খনন সহজ করা ও পারাপারের জন্যে মাঝে আড়াআড়ি বাঁধ দেয়। তখন গ্রামবাসী ও জমির মালিকগণ জানান, নদী খনন হচ্ছে, কিন্তু গ্রাম রক্ষা বাঁধ না থাকায় আমাদের গ্রামের ৫ শতাধিক পরিবার গত ১০ বছর ধরে তলিয়ে যাচ্ছি। গ্রাম রক্ষা বাঁধ না থাকায় ও খননের ফলে আমরা এবছর বর্ষা মৌসুমে জোয়ার ও জলোচ্ছ্বাসে পুরোপুরি ভেসে যাবো। তাই গ্রামের নারী, শিশু ও বৃদ্ধদের রক্ষায় গ্রাম রক্ষা বাঁধ প্রয়োজন।তারা আরও জানান, গৌরম্ভ, শ্রীরম্ভা, কন্যাডুবিসহ আশপাশ এলাকা নিচু হওয়ায় বছরের বর্ষা মৌসুমে বাড়িঘরে পানিতে তলিয়ে যায়। এমন কি কেউ মারা গেলে কবর দেওয়ার মত উচু জায়গা থাকে না। এমতাবস্থায় তারা নদীতে বাঁধ বা গ্রাম রক্ষা বাঁধের দাবি করে আসছেন।এ ঘটনাকে কেন্দ্র করে গত ২৫ মার্চ বিকেল ৩টায় কচুয়ার বাঁধের কাছে শরাফত শেখ, ফিরোজ আকুঞ্জী, মুরাদ আকুঞ্জী, কবির শেখসহ কতিপয় লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে থাকতে পারে। এ নিয়ে আওয়ামী লীগের একটি মহল জনপ্রিয় বিএনপি নেতা মাহাফুজ আকুঞ্জীকে ঘিরে কয়েটি পত্রিকায়, অনলাইন ও ফেসবুকে অপপ্রচার চালানো হয়। তারা প্রকৃত ঘটনা আড়াল করে গ্রামবাসীদের বাড়িঘর তলিয়ে দিতে ও জমির মালিকদের ক্ষতি করার মানসে এমন অপপ্রচার চালাচ্ছে বলে মানববন্ধনে এমন দাবি করেন এবং প্রকৃত ঘটনা তুলে ধরার দাবি করেন। এ বিষয়ে কবির আকবর জানান, শরাফত হোসেন তাকে ডেকে নিয়ে যান দেখার জন্য। এ সময় উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় সেসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।মানববন্ধনে বক্তব্য দেন, গৌরম্ভা ইউনিয় বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি সদস্য মাস্টার মুজিবর রহমান জোয়ার্দার, গৌরম্ভ ইউনিয়ন বিএনপির  সহসাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম কুটি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাফুজ আকুঞ্জী, ওয়ার্ড সাধারণ সম্পাদক হালিম আকুঞ্জী, ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক আবু মুসা আকুঞ্জী প্রমুখ।