জিওয়াইডিসি অ্যাওয়ার্ড পেলেন গাজীপুরের শিক্ষক ওয়াদুদুর রহমান
নগর (গাজীপুর) প্রতিনিধি: শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিল (জিওয়াইডিসি) এর অনুপ্রেরণামূলক শিক্ষাবিদ হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান। তিনি গাজীপুরের কালীগঞ্জের সন্তান এবং টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষক।৩ মার্চ রোববার নেপালের কাঠমুন্ডুতে গ্লোবাল ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ২০২৪ এক জমকালো অনুষ্ঠানে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের হাতে এই সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের অর্থমন্ত্রী ড. প্রকাশ শরণ মাহাত। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন নেপালের হাউস রিপ্রেজেন্টেটিভের স্পিকার ইন্দিরা রানামাগারসহ অফ ডেপুটি প্রমুখ।এ উপলক্ষে ২ মার্চ শনিবার টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমানকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।