• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩০:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩০:১৯ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ইউআইটিএসএ গবেষণা প্রকাশনার উপর আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘গবেষণা থেকে প্রকাশনা’ শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।১০ জুন সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। ইউআইটিএস ও মালয়েশিয়ার INTI ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার অংশ হিসেবে একাডেমিক প্রকাশনার ক্রমবর্ধমান বিশ্বে নেভিগেট করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং কৌশলগুলির সাহায্যে গবেষকদের ক্ষমতায়নের বিষয়ে আলোকপাত করা হয়।ওয়েবিনারে INTI ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবং আইসিআইটি ২০২৪-এর কনফারেন্স চেয়ার অধ্যাপক আই.আর. ড. মালাথি বাটুমালায় আই মূল বক্তব্য উপস্থাপন করেন। ইউআইটিএস এর ইংরেজি, সমাজকর্ম, আইন, বিজনেস স্টাডিজ, সিএসই, আইটি, ইইই, ইসিই, ফার্মেসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন অনুষদ সদস্যরা ইন্টারেক্টিভ সেশনে অংশগ্রহণ করে।ইউআইটিএস এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন। কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শতাধিক অনুষদ সদস্য অধিবেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ইউআইটিএস-এর আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন উপস্থাপনা ও আলোচনা পরিচালনা করেন।