রামপালে যক্ষা নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন সভা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে যক্ষানিয়ন্ত্রণ বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়। ব্র্যকের জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে ওই সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী।ব্রাকের প্রোগ্রাম অফিসার বাসুদেব নন্দীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার স্বাগত দেবনাথ, আরএমও ডাক্তার লাবণী পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ. আনোয়ার উল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্নকর্তা মো. ফরহাদ আলী, প্রেস ক্লাব রামপালের সভাপতি এম. এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, প্রধান শিক্ষক শেখ আবুল কালাম প্রমুখ।সভায় বাংলাদেশে যক্ষ্মা রোগের অবস্থা ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লক্ষ্যমাত্রা, যক্ষ্মা কী? এর প্রকারভেদ, কীভাবে ছড়ায়, যক্ষ্মা রোগের লক্ষণ, রোগ শনাক্তকরণ, যক্ষ্মা রোগ সম্পর্কে সামাজিক ধারণা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের ভূমিকা, বিষয়ে আলোচনা করা হয়।