তথ্য দিয়ে সহযোগিতা করুন, পরিচয় গোপন রাখা হবে: ওসি শাহিনুর আলম
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম বলেছেন, এলাকার কোথায় কোথায় এবং কারা মাদক, চুরি, ছিনতাই এবং কিশোরগ্যাংয়ের সাথে জড়িত আপনারা সবাই আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনাদের কাছ থেকে তথ্য পেলে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করব। আপনাদেকে সাথে নিয়ে সিদ্ধিরগঞ্জর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একসাথে কাজ করব। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। সমাজের সকল স্তরের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে থানা পুলিশকে সহযোগিতা করেন তাহলে অপরাধীরা সমাজে টিকতে পারবে না।৩১ জানুয়ারি শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের মৌচাক চিস্তিয়া বেকারি এলাকায়, মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা ও মাদক বিরোধী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।ইন্সপেক্টর শাহীনুর আলম বলেন, সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে আপনারা সর্ব প্রথম একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আমি চাই সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের মধ্যে মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটি একটি মডেল হিসেবে কাজ করবে যেন অন্যরা তাদেরকে অনুসরণ করে সামাজিক শৃঙ্খলা তৈরিতে ভূমিকা রাখতে পারে। আপনাদের পাশে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।মুক্তাঝিল আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অত্র পঞ্চায়েতের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, হাফেজ জাহের আলী, মুহাম্মদ আলী, মো. মিজানুর রহমান মিঞা, মুহাম্মদ দুলাল মিয়া, মো. মুসলিম, মো. বাদল ও মো. শরীফুল ইসলাম প্রমুখ। এসময় ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় এবং তাদেরকে উপস্থিত সকলের সামনে পরিচয় করিয়ে দেয়া হয়।