• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৫০:১৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৫০:১৭ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বন্যার্তদের মাঝে ছাত্রদল নেতৃবৃন্দের খাবার ও ঔষধ বিতরণ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: ভয়াবহ বন্যায় প্লাবিত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ অঞ্চল বটতলী, সাতবাড়িয়া ও বক্সগঞ্জ ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে টানা তৃতীয় দিন কয়েক হাজার মানুষের মাঝে রান্না করা খাবার, ঔষধ সামগ্রী ও বাচ্চাদের কাপড় বিতরণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।কেন্দ্রীয় কমিটির ১নং সহসভাপতি মো. জহিরুল ইসলামের দিক নির্দেশনায় সার্বিক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুঁইয়া ইমনসহ একটি টিম। নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের উলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করা হয়।কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলাম এশিয়ান টিভিকে বলেন, নাঙ্গলকোট দক্ষিণ অঞ্চল নিচু হওয়ায় বন্যার ভয়াবহ অবস্থাতে পানিবন্দি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। তাদের অনেকেই খুবই মানবেতর জীবন যাপন করছেন। কোথাও বিশুদ্ধ পানির অভাব আবার কোথাও কোথাও খাবার দাবারেরও ঘাটতি রয়েছে। তাছাড়া বাড়িঘর পানিতে ডুবে যাতায়াত সমস্যাসহ নানান প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আশ্রয় কেন্দ্র দূর হওয়ায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যায়নি। যারা বাসা বাড়িতে ও আশ্রয় কেন্দ্র রয়েছেন। তাদের আমরা পর্যাপ্ত পরিমাণ রান্না করা খাবার, শুকনো খাবার পৌঁছে দিচ্ছি। সে সাথে শিশুদের খাবার পোশাক ও দিচ্ছি। আমরা চাই সবাই নিজ নিজ দায়িত্ব থেকে বন্যা কবলিত মানুষের পাশে সবাই এগিয়ে আসুক।