• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৯:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৯:২০ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

চাঁদপুরের হেলিকপ্টারে চড়ে এলেন বর

কচুয়া প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে ১৮ অক্টোবর বুধবার দুপুরে মো.মাছুমু মৃধা নামের এক যুবক হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাতপাইকা গ্রামের মজিবুর রহমানের মালদ্বীপ প্রবাসী ছেলে মাসুম মৃধার সাথে বিয়ে ঠিক হয় চাঁদপুরের কচুয়া উপজেলা ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তাজুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তারের। এসময় বর মাসুম মৃধা হেলিকাপ্টারে চড়ে বউ নিতে আসেন। বুধবার বেলা ২ টায় ভাড়া করা হেলিকপ্টারটি বরকে নিয়ে নোয়াগাঁও গ্রামের বাজার মাঠে অবতরণ করে। এসময় আশপাশের গ্রামের উৎসুক জনতা হেলিকপ্টারে করে বিয়ে করতে আসা বরকে দেখতে ভিড় করে। শতাধিক মানুষের ভিড় সামাল দিতে পুলিশ ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আখতার হোসাইন মজুমদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকালে হেলিকপ্টারে করে নতুন বউকে নিয়ে যান মাসুম।এ ব্যাপারে বর মাসুম মৃধা বলেন, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন আমার খুব আনন্দ লাগছে।