• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪৫:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৪৫:০৩ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রশংসিত কবি রওনক জাহানের কবিতার বই

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলায় জাপান প্রবাসী চিত্রশিল্পী ও কবি রওনক জাহানের ৩টি কবিতার বই প্রকাশিত হয়েছিল। বইপত্র প্রকাশনা থেকে ‘আমি দূরবীন হাতে তোমারে ছুঁই’ এবং শিখা প্রকাশনী থেকে ‘একমুঠো কথাসমুদ্র’ ও ‘মেঘভাঙা তুমুল প্লাবনে’ প্রকাশিত হয়। যা পাঠকদের নজর কেড়েছে এবং প্রশংসিত হয়েছে।এ প্রসঙ্গে চিত্রশিল্পী ও কবি রওনক জাহান বলেন, ‘আমি যখন আমার কবিতাগুলো ফেসবুকে শেয়ার করি, সবাই অনেক পছন্দ করে এবং আমাকে বলে আমার মনের কথা আপনার কবিতা দিয়ে প্রকাশ পেয়েছে। এটা সত্যিই নতুন লেখকের জন্য অনেক বড় পাওয়া। আমি আপনাদের ভালোবাসায় সত্যিই মুগ্ধ এবং আপনাদের অনুপ্রেরণা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই’।তিনি আরও বলেন, ‘দিন দিন আমরা যান্ত্রিক হয়ে যাচ্ছি না, আসলেই আমরা যান্ত্রিক হয়ে গিয়েছি। এজন্যই সবার উদ্দেশ্যে বলব, নিজের মনটাকে আরও বড় করতে হবে এবং প্রকৃতি নিয়ে অনেক বেশি কাজ করতে হবে’।রওনক জাহান চিত্রশিল্পী ও কবি। এই দুই পরিচয়ের বাইরেও তিনি একজন কণ্ঠশিল্পী। তার কণ্ঠে গান হয়ে ওঠে অসাধারণ। এছাড়াও বাংলাদেশ ও জাপানে তার আঁকা ১০০টি একক চিত্রকর্ম প্রশংসিত হয়েছে।উল্লেখ্য, চিত্রশিল্পী ও কবি রওনক জাহানের কবিতার বইগুলো যে কেউ অনলাইনে রকমারি ডটকম সাইট ভিজিট করে বা ফোন কল করে অর্ডার দিতে পারবেন।