• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে পৌষ ১৪৩১ সকাল ০৯:১০:৪৬ (08-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে পৌষ ১৪৩১ সকাল ০৯:১০:৪৬ (08-Jan-2025)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ। ১ জানুয়ারি বুধবার দলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।জেলা কৃষক দলের এ কমিটিতে আহ্বায়ক ছিলেন ডা. শাহীন মিয়া ও সদস্য সচিব ছিলেন মো. কায়সার রিফাত।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নতুন কমিটি গঠন করা হবে। আজ হতে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। জাতীয়তাবাদী কৃষক দল-কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’প্রসঙ্গত, ২০২৩ সালের ১২ জানুয়ারি জেলা কৃষক দলের দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।