• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০১:৫৮ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:০১:৫৮ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

আবারও করোনায় আক্রান্ত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পজিটিভ হওয়ায় তার পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন প্রেসিডেন্ট বাইডেন। খবর বিবিসির।বাইডেনের প্রেস সেক্রেটারি কেরিন জেন-পিয়েরে বলেন, প্রেসিডেন্ট বাইডেন করোনাবিরোধী ভ্যাকসিন নিয়েছেন এবং তিনি বুস্টার ডোজও নিয়েছেন। এর আগেও তিনি দুবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দুবারই তিনি সুস্থ হয়ে উঠেছেন।৮১ বছর বয়সী বাইডেন ১৭ জুলাই বুধবার সকালে লাস ভেগাসে সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তিনি এক বক্তৃতায় অংশ নেন। তবে রাতের একটি অনুষ্ঠান তিনি বাতিল করেন। সেখানে তার অংশ নেওয়ার কথা থাকলেও তিনি পরে আর সেখানে যেতে পারেননি।বাইডেন বার্ধক্যজনিত কারণে এমনিতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন। এবার কোভিড আক্রান্ত হওয়ায় সেই ঝুঁকি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে। করোনা শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।