• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১১:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বাকৃবিতে ২ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘এটিক্যাট, ম্যানার, রেসপন্সিবিলিটিস, লিভ রুলস অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।১৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় কৃষি অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের এম.এস. ক্লাস রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিষয়টি জানিয়েছেন জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহেদ রেজা। সঞ্চালনায় ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ।আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিব বলেন, সকল কর্মচারীকে এই প্রশিক্ষণের মাধ্যমে সম্পৃক্ত হতে হবে এবং এই বিশ্ববিদ্যালয় তথা সমাজকে বদলে দিতে হবে।বাকৃবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমানে চিকিৎসাধীন ব্যক্তিদের পাশে থাকার আহ্বান জানান।তিনি বলেন, এই আন্দোলনের চেতনা আমাদের সকলের জন্য প্রেরণাদায়ক। প্রত্যেকের উচিত সুযোগমতো আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন, চাকরিতে প্রত্যেকটি স্তরের কাজই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই আত্মমর্যাদা রয়েছে। তাই সকলকে চাকরিবিধি মেনে চলতে হবে।কর্মশালার উদ্দেশ্য প্রসঙ্গে ফজলুল হক বলেন, এই প্রশিক্ষণ কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে আরও উন্নত করবে। আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া।উল্লেখ্য, কর্মশালায় ১ম দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।