• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:১৮:৩২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩১ ভোর ০৪:১৮:৩২ (20-Sep-2024)
  • - ৩৩° সে:

শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবি ফরিদপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা শিক্ষা, কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবিতে নানা কর্মসূচি পালন করেছে।১৪ জুন শুক্রবার বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের মাহাতো পাড়ায় এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত নারী, পুরুষ ও শিশুরা অংশ নেয়।বাংলাদেশ আদিবাসী ফোরাম ময়না ইউনিয়ন শাখার সভাপতি বাবু হৃদয় বিশ্বাসের সভাপতিত্বে ফরিদপুর জেলা শাখার সভাপতি বাবু নিতাই কুমার সিং, সাংগঠনিক সম্পাদক সনাতন সরকার, মধুখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বোন্কিম চৌধুরী, জেলা শাখা সাধারণ সম্পাদক নিখিল কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নানা প্রতিবন্ধকতার কারণে তাদের সন্তানেরা সুশিক্ষা লাভ করতে পারছে না। এসব মানুষেরা এখনো দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। তাই নৃ গোষ্ঠৗর জনপদের সার্বিক জীবনের নিশ্চয়তা দরকার।অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।