• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৮:৫৩ (28-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৫ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৮:৫৩ (28-Apr-2025)
  • - ৩৩° সে:

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় আমাদের কোনো সমস্যা হয়নি: বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, সিলেট: বাণিজ্য এবং বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় আমাদের কোনো সমস্যা হয়নি। অনেকে ভেবেছিলো আমাদের রফতানি খরচ বাড়বে। বাস্তবে আমাদের সমন্বিত উদ্যোগে রফতানি খরচ আগের চেয়ে কমবে।২৭ এপ্রিল রোববার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০ টন পণ্য স্পেনে পরিবহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক কার্গো ফ্লাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, সিলেটের পর শীঘ্রই চট্টগ্রাম বিমানবন্দরেও কার্গো ফ্লাইট চালু করা হবে।এর আগে বিমানবন্দরে লাউঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমান উপদেষ্টা। অনুষ্ঠানে যোগ দেন মেক্সিকোতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ সিভিল অ্যাভিয়েশন, বিমান বাংলাদেশের কর্মকর্তারাসহ ব্যবসায়ীরা।বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় রপ্তানি যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য প্রথম উদ্যোগ হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো সেবা চালু করছে অন্তবর্তী সরকার। এতে দেশ বিদেশের ব্যবসায়ী ও সুশীল সমাজ উচ্ছ্বসিত।উদ্বোধনী ফ্লাইটে দু'দিক থেকে পানি ছিটিয়ে বিশেষ সম্মান জানানো হয় ফ্লাইটটিকে। প্রথম এই ফ্লাইট ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যায়।