ফরিদপুরে তাপমাত্রা কমছে, প্রকৃতিতে এসেছে শীতের আমেজ
ফরিদপুর প্রতিনিধি: হেমন্তের শুরুতেই ফরিদপুরে শীতের আমেজ শুরু হয়েছে। ইতোমধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে। কার্তিক মাস সবে শুরু হয়েছে। এরই মধ্যে গ্রামীণ জনপদে বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া। বিকেল শেষে সন্ধ্যা হতেই আবছা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে প্রকৃতি। সকালে ঘাসের শিশির জানান দিচ্ছে, শীত আসছে।ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চার পাশ। লতাপাতা, ধানের পাতা আর ঘাসে চকচক করছে ভোরের শিশির। সারাদিন কিছুটা গরম অনুভূত হলেও সন্ধ্যার পরেই শুরু হয় শীতের আমেজ।গত কয়েক দিন ধরেই ভোর রাত থেকে ঘন কুয়াশা দেখা দিচ্ছে। এ সময় মহাসড়কগুলোতে যানবাহন কিছুটা হলেও ধীর গতিতে চলাচল করতে দেখা যায়। ইতোমধ্যে মানুষজন পুরোনো কাঁথা ও লেপতোশক নতুন করে সেলাই করে শীতের প্রস্তুতি নিচ্ছেন।শীতের সঙ্গে সঙ্গে আগাম সবজি চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন জেলার সদরপুর উপজেলার প্রান্তিক চাষিরা। মূলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টম্যাটো, লালশাকসহ বিভিন্ন শীতকালীন সবজির আগাম চাষাবাদ করেছেন। এ বছর আগাম শীত এসে যাওয়ায় স্থানীয়দের আশঙ্কা, ভরা মৌসুমে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে।