• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৭:১৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:১৭:১৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় কৃমিনাশক ওষুধ পাবে ৯৩ হাজার শিশু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন হয়েছে। ৮ অক্টোবর রোববার সকালে উপজেলার শিশুমেলা মডেল স্কুলে প্রধান অতিথি থেকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী।স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব প্রসাদ চক্রবর্ত্তী।এসময় আরও বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার সুফিয়ান ছিদ্দিকী, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জয়ন্ত কুমার চৌধুরী প্রমুখ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেব প্রসাদ চক্রবর্ত্তী বলেন, ১৪ অক্টোবর পর্যন্ত রাঙ্গুনিয়ায় ৫ থেকে ১৫ বছর বয়সী ৯৩ হাজার ৩৭৭ জন শিশুকে বিভিন্ন স্কুলে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। ঝড়ে পড়া শিশুও স্কুলে গেলে কৃমিনাশক ওষুধ পাবে।