• ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৮:২৩ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৮:২৩ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।১৬ এপ্রিল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কৃষক ওই এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে।নিহতের চাচাতো ভাই শাহিন বলেন, বৃষ্টি শুরু হওয়ার আগে ইব্রাহিম বাড়ির পাশে জমিতে ধান কাটতে যায়। ধান কাটার সময় বৃষ্টিসহ বজ্রপাত ঘটে। বজ্রপাতের শব্দে ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, বজ্রপাতে এক কৃষকের প্রাণহানির ঘটনার খবর পেয়েছি।