• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০০:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০০:৩৬ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

হিলিতে সবজি-ফলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বারোমাসি পুষ্টিকর, নিরাপদ ও লাভজনক সবজি ও ফল উৎপাদন বাড়াতে কৃষক পর্যায়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই রোববার দুপুরে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের পাউশগড়া উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাউল ইসলাম, খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার রহমানসহ অনেকে।এসময় বক্তারা বলেন, বারোমাস বাজারে যাতে শিম, ফুলকপি, বাঁধাকপি, শসা, মিষ্টি কদু ও তরমুজসহ বেশকিছু সবজি ও ফল পাওয়া যায় সেজন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। তাই সীমান্তবর্তী উপজেলায় এসব ফসলের উৎপাদন বাড়াতে আজকের এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে।