• ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৩:৪৪ (20-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৬:৫৩:৪৪ (20-Apr-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন নির্ভর খালটি দখল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে সরকারি খাল দখল ও খালের গতিপথ পরিবর্তন করে কারখানা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে খাল দখল করে রাখলেও স্থানীয় প্রশাসনের তেমন কোনো উদ্যোগ চোখে পড়েনি। বর্ষায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন নির্ভর খালটিকে পূর্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।খাল দখল ও গতিপথ নির্মাণ করে দখলে নিয়েছে উপজেলার নয়াপাড়া গ্রামের শিলমন পাইপ ফিটিংস, নামের একটি কারখানা। খালের পানি প্রবাহের পথ বন্ধ করে মাটি ভরাট করা হয়েছে। এছাড়াও গতিপথ পরিবর্তন করে খালের উপর নির্মাণ করা হয়েছে একটি ব্রিজ। এতে খালের দুটি অংশ, একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে খালটির অস্তিত্ব সংকটে মৃতপ্রায় বিলীন হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।বিষয়টি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় এলাকাবাসী। দখল হয়ে যাওয়ায় খাল বর্ষাকালে এলাকায় পানি নিষ্কাশনের বাধার সৃষ্টি হয়। জলাবদ্ধতার দেখা দেয়। এ সকল নানা প্রতিকূল পরিস্থিতির কারণে খাল দখলমুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।মাওনা ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, লবলং খালের উৎসমুখ শ্রীপুর উপজেলার ত্রেখাইল্লা এলাকায় অবস্থিত। এটি আর এস খতিয়ান ভুক্ত ১নং দাগের সরকারি খালটির সাবেক দাগ ১৯৯১ দীর্ঘদিন আগে বিগত ক্ষমতাসীন দলের প্রভাবে শিলমন পাইপ ফিটিংস নামের একটি কারখানা খালের গতিপথ পরিবর্তন করে। অধিকাংশ জায়গা দখল করে নেয় বর্তমানে প্রতিষ্ঠানটির প্রবহমান অংশে বালি ফেলে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।খাল দখলের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।খালের গতি পথ পরিবর্তন ও খাল দখলের খবর জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।তিনি বলেন, খালটির গতিপথ পরিবর্তন ও দখলের বিষয়টি আমরা সরেজমিনে দেখেছি। সব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।