কালীগঞ্জে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ‘কৃষি ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহকসেবা উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌর এলাকার খোদেজা সপিং সেন্টারে বাংলাদেশ কৃষি ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কৃষি ব্যাংকের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আশরাফুলজ্জামান খাঁন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তছলিম।এসময় প্রধান অতিথি বলেন, আমাদের ব্যাংকে আজ এক কোটি টাকার বিভিন্ন ধরনের প্রনোদনা ঋণ বিতরণ করা হয়েছে। এ বছর গাজীপুরে প্রচুর পরিমান ফান্ড দেয়া হয়েছে। গ্রাহক বাঁচলে আমরা বাঁচবো, তাই আমরা সব সময় গ্রাহকদের সেবায় নিয়োজিত আছি এবং থাকবো।নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় ও স্থানীয় ব্যবস্থাপক মো. জামান শেখের আয়োজনে এসময় তিনটি শাখার ব্যবস্থাপক ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।সভায় গ্রাহক ও মুক্তিযোদ্ধাগণ তাদের সুবিধা-অসুবিধা তুলে ধরেন। তারা কৃষি ব্যাংকের সুধ কমানো ও গ্রাহক সেবায় আধুনিক ব্যবস্থা চালু করতে আহবান জানান।