• ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৩৬:০০ (19-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৫ই বৈশাখ ১৪৩২ ভোর ০৪:৩৬:০০ (19-Apr-2025)
  • - ৩৩° সে:

মতলবে কলা পাকাতে মিশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে কলা পাকাতে বিষাক্ত কেমিক্যাল মিশানো হচ্ছে। চিকিৎসকরা বলছেন, কলা পাকানোর কাজে যেসব বিষাক্ত কেমিক্যাল মিশানো হচ্ছে তা মানবদেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। কেমিক্যাল মিশ্রিত কলা খেয়ে জীবনহানির আশঙ্কাও আছেন বলে মনে করেন তারা।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কালির বাজার, দূর্গাপুর, সাহেব বাজার, কালিপুর বাজার, নতুন বাজার, সুজাতপুর বাজার, পৌরসভার ছেংগারচর বাজারসহ বিভিন্ন হাট বাজারে যেসব কলা বিক্রি করা হচ্ছে তার শতভাগ কলাই বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। জরুরি ভিত্তিতে কলা পাকানো ও রং সুন্দর করতে ব্যবসায়ীরা এ বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে থাকেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক কলার বেপারী বলেন, তারা দ্রুত কলা পাকানোর কৌশল হিসেবে বাগান থেকে কলা কেনার পর কলায় প্রমোট ও রিপেনসহ নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকেন। ওই কেমিক্যাল মিশ্রিত কলা দুই-এক দিনের মধ্যেই নরম ও হলদে রং ধারণ করে খাবার উপযোগী হয়। যা তাদের বিক্রি করতে সহজ হয়।তবে জানতে চাইলে ছেংগারচর বাজারের কলা ব্যবসায়ী রহমত উল্লাহ কেমিক্যাল মিশানোর বিষয়টি অস্বীকার করে জানান, বাগান থেকে কলা কাটার পর আমরা কিনে নিয়ে আসি। এরপর দোকানের ভেতর বালতি বা ড্রামের মধ্যে পানির সাথে ওই কলা ধুয়ে ধুলোবালি মুক্ত করি। কোনো কেমিক্যাল দেওয়া হয় না।নাম প্রকাশে অনিচ্ছুক ছেংগারচর বাজারের এক খুচরা কলা বিক্রেতা জানান, বেপারীরা কলায় কি মিশান তা তারা জানেন না। বেপারীদের কাছ থেকে কিনে আনেন, আর বাজারে দোকানে সাজিয়ে তা খুচরা গ্রাহকদের কাছে বিক্রি করেন।মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডা. হাসিবুর রহমান বলেন, বিষাক্ত এসব দাহ্য পদার্থ মিশানো কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাওয়ার সাথে সাথে ডাইরিয়া হওয়ার আশঙ্কা বেশি থাকে। কেমিক্যাল মিশ্রিত কোনো খাদ্য গ্রহণ করলে তার প্রভাব পড়ে লিভার এবং কিডনির উপর।