• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৫৬:২৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৫৬:২৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

বরিশালে ছাত্র-জনতার বিক্ষোভে উত্তাল নথুল্লাবাদের রাজপথ

বরিশাল প্রতিনিধি: সারাদেশের আন্দোলনের অংশ হিসেবে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশালে শিক্ষার্থী ও জনতার বিক্ষোভ মিছিল চলছে। তবে মিছিলকে কেন্দ্র করে নগরীর নতুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় এই মুহুর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।৩ আগস্ট শনিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে সরকারি বি এম কলেজের প্রথম গেইট থেকে হাজার হাজার ছাত্রছাত্রীদের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলকে সংহতি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বরিশাল কলেজ, সরকারি হাতেম আলী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার ছাত্রছাত্রী সরকার বিরোধী নানামুখী স্লোগান দিতে দেখা যায়।শিক্ষার্থীরা জানায়, কোটা বিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্তে শহিদ হওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে।এ সময় মিছিলটি বিএম কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে অবস্থান নিয়েছেন। বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে বরিশালের নথুল্লাবাদের রাজপথ।