• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৫৫:১৩ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ রাত ০৮:৫৫:১৩ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

আল্লাহ তুমি দেহ, আমার ভিটা-বাড়ি নিয়ে যাইতেছেগা

স্টাফ রিপোর্টার, গাজীপুর: আল্লাহ তুমি দেহ, আমার ভিটে মাটি সব নিয়া যাইতেছে। আমারে দেহার কেউ নাই। এমনই করে বাড়ির আঙ্গিনায় মাটিতে গড়াগড়ি করে আহাজারি করছিলেন ষাটোর্ধ্ব আফেলা খাতুন।সরেজমিনে গিয়ে দেখা যায়, এক টুকরো বশত ভিটে জবরদখলের হাত থেকে রক্ষা করতে মাটিতে পড়ে আল্লার কাছে সাহায্য চাইছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের উত্তর নগরহাওলা গ্রামের বাসিন্দা এই বৃদ্ধ নারী।দুই হাতে বুক চাপড়ে হাওমাও করে আফেলা বলেন, আল্লাহ আমার বাড়ি রক্ষা কর। আমার কেউ নাই, আমি ভিক্ষা করে মানুষের বাড়ি থেকে দান ভিক্ষা চেয়ে মানুষের বাড়ি থেকে দান দক্ষিণা পেয়ে খাই। দেশে কি বিচার নাই? আমিকি বিচার পামু না?সিলমুন কোম্পানির লোকজন দাও লাঠি নিয়া আসে। বাড়ি ছাড়তে হুমকি দেয়। আমি পোলা মাইয়া লইয়া কোনে যামু। নিজের বশত ভিটা জমি রক্ষা করতে শুধু আফেলা নয় এমন অভিযোগ ওই গ্রামের নাজমুল, রফিক, ফিরুজা ও হামিদের।১২ অক্টোবর শনিবার দুপুরে সরেজমিনে গেলে ভুক্তভোগীদের অভিযোগে উঠে আসে এমন তথ্য। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক ইউনিভাসে বর্তমানে সিলমুন কোম্পানি কর্তৃপক্ষ আমাদের মালিকানার জমি জবরদখল করে সীমানা বেড়া দিচ্ছে। আমাদেরকে জমি ছেড়ে চলে যেতে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।স্থানীয়রা জানান, ইউনিভার্সেস কোম্পানি দীর্ঘ দিন যাবত আমাদের জমি অন্য লোকের নিকট থেকে ক্রয় করে আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর ওই কোম্পানি ও তাদের নাম পাল্টে ফেলে। রাতারাতি ইউনিভার্সেস কোম্পানি হয়ে গেলো সিলমুন। এখন সিলমুন কোম্পানির নামে সাইনবোর্ড দিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বশত ভিটা থেকে উচ্ছেদের অভিযান চালাচ্ছে।আফেলা খাতুন আরও বলেন, ভিক্ষার টাকায় জমি কিনে বাড়ি বানাইছি। বহু বছর যাবৎ একটি মাটির ঘরে প্রতিবন্ধী স্বামী সন্তান নিয়া আছি । আমাদের বাড়ির চারপাশে টিন দিয়ে বেড়া দিচ্ছে। সন্ত্রাসীরা আইসা হুমকি দিচ্ছে বাড়ি ছাইরা চইলা যাইতে। অহন কই জামু।আব্দুল হামিদ বলেন, আমরা ভালো নেই। ক্ষমতা খাটিয়ে আমাদের ভিটেমাটি ছেড়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে সব সময়, বাড়ির চারপাশে টিনের বেড়া দিয়েছে সিলমুন কারখানার সাইনবোর্ড লাগানো হয়েছে। জমি ছাড়তে প্রতিনিয়ত হুমকি ধমকি দেয়া হচ্ছে। আমরা স্ত্রী সন্তান নিয়ে চরম আতঙ্কে আছি।নাজমুল জানান, আমার মালিকানা জমি সিলমুন কারখানার কর্তৃপক্ষ জবরদখল করে নিয়েছে। আমরা কোন জমি বিক্রি করি নাই, ওরা কার কাছ থেকে জমি কিনে দখল করেছে তা জানা নেই।গাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. নিজাম উদ্দিন বলেন, শিল্প মালিকের সঙ্গে আমাদের কোন পাত্তা নেই। এতো অসহায় মানুষের জমি নিয়ে যাচ্ছে। ওরা এখন কি করবে? জমি জবরদখল হচ্ছে জানার পরও কিছু করতে পারছি না।