• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:৩৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৬:১৭:৩৮ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

ঈদগাঁওতে ছুরিকাঘাতে আহত ৬০, নিহত ১

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কোরবানি দিতে গিয়ে কক্সবাজারের ঈদগাঁও'র বিভিন্ন এলাকায় ছুরিকাঘাতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। আহতদের ঈদগাঁও আধুনিক হাসপাতাল, ঈদগাঁও মডেল হাসপাতাল ও ঈদগাঁও মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের কর্মরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন।মেডিকেল সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত আহত অবস্থায় প্রায় ৬০ জন হাসপাতালে এসেছেন। সবাইকে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো কাউকে ভর্তি করার প্রয়োজন হয়নি। যেখানে বেশিরভাগ রোগী কাটাছেঁড়া বলে জানান চিকিৎসকরা।পোকখালী আবুল ফজল পাড়া এলাকার তামজিদ নামে একজন বলেন, মহেশ জবাই করার সময় হাতের কবজিতে দায়ের পৌঁছ লাগে, এতে হাত কেটে যায়। নতুন অফিস থেকে আসা একজন মুরব্বি বলেন গরু জবাই করার সময় ডান হাতের কবজির উপর কেটে যায়। ১৫টি সেলাই করা হয়েছে। আলহামদুলিল্লাহ সুস্থ আছি।ঈদগাঁও মাইজ পাড়া থেকে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, গরু সেলাই করতে হাত কেটে যায়। হাতের রক্ত দেখে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এতে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন। বাবু নামের একজনের চোখে গুরুতর আঘাত পেলে তাকে কক্সবাজার বাইতুশরফ হাসপাতালে প্রেরণ করা হয়।এছাড়া, ঈদগড় থেকে আসা একজনের মৃত্যু হয়েছে বলে জানান কর্মরত চিকিৎসকরা। তার পরিবার সূত্রে জানা গেছে, গরু জবাই দেওয়ার সময় গরুর পায়ের আঘাতে বুকে আঘাত পেলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন।উল্লেখ্য, ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহার দিন সকালে গরু জবাই ও সারা দিনে কার্যকমে তাদের হতাহতের ঘটনা ঘটে। হাসপাতালে রোগীদের নিয়ে আসা হলে সেলাই ও চিকিৎসাকালে সরেজমিনে এসব তথ্য রোগী ও মেডিকেল সূত্রে জানা যায়।