• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:৪১:২৭ (04-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:৪১:২৭ (04-Feb-2025)
  • - ৩৩° সে:

এক প্রতিষ্ঠান থেকেই ক্যাডেট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২১ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি  (লিখিত) ভর্তি পরীক্ষায় টাঙ্গাইল শাহীন ক্যাডেট একাডেমি রেজিস্ট্রি পাড়া শাখা থেকেই ২১ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।এর মধ্যে সরকারি ক্যাডেট কলেজে ১২ জন এবং বেসরকারি ক্যাডেট কলেজে ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।সরকারি ক্যাডেট কলেজে লিখিত পরীক্ষায়  উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো, খান আজমাইন ইনসার, কৃষ্ণাভ দেব, ইমন প্রধান, তাহা ভূঁইয়া, খাইরুল ইসলাম, মেজবাউল হক, নাজমুস সাকিব ও শাহরিয়ার নাফি।অন্যদিকে বেসরকারি কলেজে লিখিত পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা হলো, সাজিদুল  ইসলাম সোহান, খান আজমাইন ইসফার, অথৈ, জান্নাতুল ফেরদৌস নিসাত, স্বর্ণা, সান্তনা, মেজবাউল হক, মায়া ও হ্যাপি।উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুল আমিন শাহিন।২ ফেব্রুয়ারি রোববার ক্যাডেট কলেজের ওয়েবসাইটে ওই ফল প্রকাশ করা হয়।শাহীন ক্যাডেট একাডেমি রেজিস্ট্রি পাড়া শাখার সহকারী পরিচালক শাহ জামাল আকন্দ জিহাদ জানান, ২০২৫ সালের ক্যাডেট কলেজ  লিখিত ভর্তি পরীক্ষায় শুধুমাত্র টাঙ্গাইল শাহীন ক্যাডেট একাডেমি রেজিস্ট্রি পাড়া শাখা থেকে সরকারি ক্যাডেট কলেজে ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অন্যদিকে বেসরকারি ক্যাডেট কলেজে ২১ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯ জন উত্তীর্ণ হয়েছে। এছাড়া সারাদেশে শাহীন ক্যাডেট একাডেমীর মোট ৩১৩ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।উল্লেখ্য, প্রকাশিত ফল সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।