• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৬:১৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১৬:১৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

পূবাইলে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ৯৫ টন তুলা পুড়ে ছাই

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের মেঘডুবি এলাকায়  ইসলাম এন্টারপ্রাইজ নামের তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম জানান।১৮ নভেম্বর সোমবার সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে তুলা ভাঙানোর সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তুলা ফ্যাক্টরি কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একপর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দিলে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এসে গাজীপুর সদর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এই অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটে নি। ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম জানান, ৯৫ টন তুলাসহ একটা ব্ল রুম অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া তুলা কারখানার টিনসেটটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস সদরের ইন্সপেক্টর রাজা মিয়া জানান, তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেননি। এছাড়া পূবাইল থানার এস আই- নাসির উদ্দিনসহ সিটিএসবি ও এনএসআইয়ের প্রতিনিধি অগ্নিকাণ্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন।