• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫০:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫০:৪৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক শাহ আলম কাজী (৪৩) নামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।মৃত শাহ আলম বাগেরহাটের মোল্লারহাট থানার উত্তরকান্দি উদয়পুর গ্রামের কাজী জিনাত আলির ছেলে।১৪ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ২য় তলার ২১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের মরদেহ মর্গে রাখা হয়েছে।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, শাহ আলম একটি মামলায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিল। শনিবার বিকেল চারটার দিকে সে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।