• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ রাত ১১:৪৪:১৪ (11-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে পৌষ ১৪৩১ রাত ১১:৪৪:১৪ (11-Jan-2025)
  • - ৩৩° সে:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীদের মধ্যে ৯২.৩৯% ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। মোট আবেদন করেন ২৪ হাজার ৫২৭ শিক্ষার্থী। আর অংশগ্রহণ করেছেন ২২হাজার ৬৬১ জন শিক্ষার্থী। ১১ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ মোট ১১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ চার বছর পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। শনিবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাছুদ পরীক্ষার হল পরিদর্শন করেন। ড. মোহাম্মদ মাছুদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমিয়ে শিক্ষার্থীদের নির্বিঘ্ন পড়াশুনার পরিবেশ রক্ষায় তারা সর্বদা তৎপর রয়েছেন বলে জানান। এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. শেখ শরীফুল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়টিতে তিনটি অনুষদের আন্ডারে ১৬টি বিভাগে ১০৬৫টি আসন রয়েছে। ফলে প্রতিটি আসনের ২২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।