কুমিল্লায় ছাত্রীর হিজাব কেটে দেওয়ায় নার্সিং কলেজে তীব্র আন্দোলন ও তালা
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারী কলেজের শিক্ষার্থীর হিজাব কেটে দেওয়ার অভিযোগে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ওই কলেজের শিক্ষার্থীরা। এ সময় তাদের স্লোগানে উত্তাল হয়ে উঠে কলেজ প্রাঙ্গণ।২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। এক পর্যায়ে তারা কলেজের ৬ শিক্ষককে কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর শুরু করে বিক্ষোভ। জানা গেছে, ২৩ জানুয়ারি মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ সংলগ্ন কুমিল্লা নার্সিং কলেজের ২য় বর্ষের এক শিক্ষার্থীর হিজাব কেটে দেন কলেজেরই একজন শিক্ষক। এ খবর ছড়িয়ে পড়ার পরদিন কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় অন্যান্য শিক্ষকরাও কলেজে উপস্থিত ছিলেন।