প্রশংসায় ভাসছে নির্মাতা মারুফ হোসেন সজীবের ‘খুশি’
বিনোদন প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকের মধ্যে ইউটিউব শীর্ষে রয়েছে ‘খুশি’। এই নাটকে সামাজে যৌনকর্মী ও চাকরিজীবীর গল্প তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে নির্মাতা মারুফ হোসেন সজীবের নাটক 'খুশি'। ইউটিউবে নাটকটি অল্প সময়ে পার করেছে মিলিয়নের ঘর। নাটকটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, যার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। ‘খুশি’তে অভিনয় করছে ইয়াশ রোহান ও তানজিন তিশা, যাঁদের রসায়ন ও সাবলীল অভিনয় দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। পাশাপাশি সুষমা সরকার ও অন্যান্য শিল্পীরাও নজর অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছেন দর্শকদের।‘খুশি’ নিয়ে অভিনয় শিল্পী তানজিন তিশা বলেন, ‘অন্য দশটা কাজের চাইতে অবশ্যই আলাদা। খুশি চরিত্রটিকে যে সুন্দর ভাবে দার করাতে পেরেছি সেটা আনন্দের। আশা করছি এই চরিত্রটি মাধ্যমে দর্শকরা মনে রাখবে’।নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘দর্শকদের বিপুল সাড়া পাচ্ছি কাজটির জন্য। বিভিন্ন কাজের মধ্যেও এই গল্পটি আলাদা করে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে দেখে খুব ভালো লাগছে’। তিনি বলেন, ‘শুটিং করতে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে, আমার টিমের সবাই খুব আন্তরিকভাবে কাজ করেছে। দর্শকদের এই ভালোবাসা দেখে সব কষ্ট ভুলে গেছি’।তিনি আরও বলেন, ‘এই ধরনের গল্প এখন খুব কমই বানানো হয়। কাজটি নিয়ে ভয়ে ছিলাম, কারণ ভিউ না পেলে কষ্ট লাগে। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছেন, সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি’।‘জি’ সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া এই নাটকটি বর্তমানে ঈদের সেরা আলোচিত কনটেন্টগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।নাটকটির কাহিনি, সংলাপ ও আবেগময় নির্মাণশৈলী একে আলাদা করে তুলেছে। ইউটিউব ছাড়াও নাটকটির বিভিন্ন দৃশ্য ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে।ইতোমধ্যে নাটকটির বিশেষ কিছু সংলাপ ও চিত্র শেয়ার করে নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন দর্শক।