• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৯:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৯:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে শুরু হয়েছে যান চলাচল, কাটেনি আতঙ্ক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল থেকে নির্দিষ্ট স্থান থেকে সড়ক ও নৌপথে সকল দূর পাল্লার যান ছেড়ে গেছে।এদিকে ধর্মঘট ও ১৪৪ ধারা প্রত্যাহার করায় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলতে শুরু করেছে। আজ হতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও জনমনে এখনো আতঙ্ক কাটেনি। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।এর আগে রোববার দিনগত রাতে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সাথে পরিবহন মালিক সমিতির সাথে আলোচনার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।উল্লেখ্য,  রাঙামাটিতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি,  ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদ এবং সুষ্ঠু সমাধান ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ২১ সেপ্টেম্বর সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় রাঙামাটি পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।এই হামলায়  তাদের ১০টি ট্রাক, তিনটি বাস এবং অসংখ্য অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে জানান। এতে সাতজন চালক গুরুতর আহত হয়েছে।