• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৫:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৫:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

খোকসায় গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। তীব্র গরম উপেক্ষা করেই কর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নের কথা মাথায় রেখেই ভোট দেবেন তারা।নির্বাচনে অংশ নেওয়া ৬ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও তিন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পরের দিনই প্রচারণায় ঝাঁপিয়ে পরেছেন তারা।উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী বাবুল আখতার মোটরসাইকেল প্রতীক, রাহিম উদ্দিন খান দোয়াত কলম, আল মাসুম মুর্শেদ শান্তর ঘোড়া প্রতীকের ব্যপক প্রচারণা শুরু হয়েছে। তবে শাওন মাহামুদ খানের কাপ প্রিচ,ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলামের স্ত্রী ছালেহা বেগমের আনারস ও তার ভাই সাইফুল ইসলামের হেলিকপ্টর প্রতীকের প্রচার প্রচারণা বা পোস্টার চোখে পরেনি।একই সাথে প্রচারণায় ঝাঁপিয়ে পরেছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান লিটন, সেলিম রেজা কাকন, রেজাউল করিমসহ ৮ প্রার্থীরা সবাই। পিছিয়ে নেই মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাত জাহান পুনমসহ অন্য তিন প্রার্থী।খোকসা উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৫২২ জন। নারী ভোটার রয়েছে ৫৭ হাজার ৪৮৬ জন। ৫০টি ভোট কেন্দ্রে আগামী ৮ মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।