কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে গণহত্যা দিবস পালিত
কুমিল্লা প্রতিনিধি: গণহত্যা দিবস উপলক্ষে অপারেশন সার্চলাইটে মৃত্যু বরণকারী শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জলন করেছে কুমিল্লা জেলা পুলিশ।২৫ মার্চ সোমবার দিবাগত রাত ১২টায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিনটি উদযাপন করা হয়। জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের নেতৃত্বে জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মতিউর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, ২৫ মার্চের গণহত্যাকে মানব ইতিহাসের অন্যতম জঘন্যতম গণহত্যা। নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি জান্তাদের সংঘটিত পরিকল্পিত গণহত্যা ও নৃশংসতা ছিল বাঙালির আশা-আকাঙ্ক্ষা নস্যাৎ করার নীলনকশা।