• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৭:৫৭ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ রাত ০১:২৭:৫৭ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

বাকৃবি ছাত্র শিবিরের গণইফতার কর্মসূচি

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সাত দিনব্যাপী গণ ইফতার কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির প্রথম দিনেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বর। সকল শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল সম্পন্ন হয়। আয়োজকেরা জানান, আগামী সাত দিন প্রতিদিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই গণইফতার কর্মসূচি চলবে।২ মার্চ রোববার আসরের নামাজের পর থেকে বিভিন্ন হল থেকে দলে দলে শিক্ষার্থীরা মসজিদে উপস্থিত হতে শুরু করে। ইফতারের পূর্বমুহূর্তে কেন্দ্রীয় মসজিদের খতিব সাওমের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন।ইফতার কর্মসূচিতে অংশ নেওয়া পশুপালন অনুষদের এক শিক্ষার্থী বলেন, 'একসাথে ইফতার করার অনুভূতি সবসময়ই আনন্দের। এখানে এসে আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ অনুভব করি। এমন আয়োজন প্রতিবারই প্রশংসার দাবিদার।'এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু নাসির ত্বোহা বলেন, ‘আমাদের ভ্রাতৃত্ব বৃদ্ধি ও ইসলামের পুরনো ঐতিহ্য সকলকে নিয়ে একসাথে ইফতার করা। ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। পবিত্র রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা এই গণইফতার কর্মসূচি হাতে নিয়েছি।’