• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৪:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:০৪:২৭ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জেরে অন্তঃসত্তা গরুকে বিষপানে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে পূর্ব শত্রুতার জের ধরে মো. ইয়াকুব খান নামের এক কৃষকের অন্তঃসত্তা গরুকে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এতে করে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলার দ্বিমূখা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কৃষক ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা মো. ইয়াকুব খানের বসতবাড়ির গোয়ালঘরে গরুর খাবারের সাথে কলার মধ্যে গ্যাসের ট্যাবলেট ও ইঁদুর নিধনের ওষুধ মিশিয়ে গরুকে খাওয়ানো হয়। পরে আমার গরু এক ঘণ্টার মধ্যে মারা যায়। তবে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে ঘিওর উপজেলার দ্বিমূখা এলাকায় আপন ছোটভাই মো. কুদ্দুছ খানের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল মো. ইয়াকুব খানের। গত বৃহস্পতিবার ১০ অক্টোবর তারিখে স্থানীয় গ্রাম্য সালিশে তার ভাইয়ের সাথে মীমাংসা হয়। তার পরেরদিন সকালে আড়াই লাখ টাকার অন্তঃসত্তা গরুকে বিষপান করিয়ে হত্যা করা হয়।ভুক্তভোগী কৃষক মো. ইয়াকুব খান বলেন, দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে ঘিওর উপজেলার দ্বিমূখা এলাকায় আমার আপন ছোটভাই মো. কুদ্দুছ খানের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার ১০ অক্টোবর তারিখে স্থানীয় গ্রাম্য সালিশে তার ভাইয়ের সাথে মীমাংসা হয়। প্রতিদিনের মত শনিবারও সকাল সাড়ে ৫টার দিকে আমি গরুকে ঘাস খাওয়ানোর গোয়ালঘরে গরু রেখে বাহিরে ঘাস কাটতে যাই। আমার বাড়ি থেকে খবর পাঠায় আমার গরুকে কে যেন খাবারের সাথে ইঁদুর মারার বিষ ও গ্যাস ট্যাবলেট মিশিয়ে খাওয়ানো হয়েছে। পরে এক ঘণ্টার মধ্যে অন্তঃসত্তা অস্ট্রিলিয়ান গরুটি মারা যায়। তবে আমার গোয়ালঘরের আশে পাশে আমার ভাইকে ঘুরাঘুরি করতে দেখেছে আমার স্ত্রী। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার গরুসহ বাছুর মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. কুদ্দুছ খান বলেন, আমার ভাইয়ের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল তা গ্রাম্য শালিসে মীমাংসা হয়েছে। তবে কে বা কারা আমার ভাইয়ের গরুকে বিষ খাইয়েছে তা আমি জানি না। তবে আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. রাসেল মাহমুদ জানান, অভিযোগের ভিত্তিতে আমরা গরুর মারা যাওয়ার আলামত সংগ্রহ করেছি। সেই স্যাম্পল নিরপেক্ষতার ভিত্তিতে পুলিশের মাধ্যমে মহাখালিতে ফরেকশিক রিপোর্টের জন্য পাঠানো হবে। তবে রিপোর্ট ছাড়া পূর্বেই কিছু বলা যাচ্ছে না কীভাবে গরু মারা গেল।অভিযোগের তদন্তকারী ও ঘিওর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হচ্ছে। গরুটি বিষপানে না অন্য কোনো কারণে মারা গেছে তা ফরেনসিক রিপোর্ট আসলে জানা যাবে। রিপোর্টের ফলাফল অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।