গোলড়া হাইওয়ে পুলিশের হাতে গরুসহ চোর আটক
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক গরুচোরকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ সময় চোরাই গরুসহ চোরদের ব্যবহৃত লেগুনাটি জব্দ করেছে পুলিশ।আটক মো. আব্দুল সালাম (৩৩) নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে।গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, ২০ জানুয়ারি শনিবার ভোর সাড়ে ৪টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে তাঁকে আটক করা হয়। শুক্রবার দিবাগত রাতে গোলড়া হাইওয়ে থানার এসআই মো. শাহ আলমসহ হাইওয়ে থানার একটি পুলিশ দল ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় দায়িত্বপালন করছিলেন।১৯ জানুয়ারি শনিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে বাথুলী ওজন স্কেলে পুলিশের দলটিকে দেখতে পেয়ে মানিকগঞ্জ থেকে ঢাকাগামী একটি লেগুনার চালক ঢাকাগামী লেন থেকে সরে গিয়ে রং সাইড (মানিকগঞ্জগামী লেন) দিয়ে দ্রুত গতিতে ঢাকার দিকে যেতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে পুলিশের দলটির সন্দেহ হয়। পরে ধাওয়া করে বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় লেগুনাটিকে থামাতে সক্ষম হন পুলিশ সদস্যরা। এসময় লেগুনার মধ্যে থাকা তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে মো. আব্দুল সালামকে আটক করেন তাঁরা। তবে অপর দুইজন পালিয়ে যান। পরে একটি চোরাই গরুসহ লেগুনাটি জব্দ করে পুলিশ।গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, আটক মো. আব্দুল সালাম স্বীকার করেছে, পলাতক অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় শুক্রবার দিবাগত রাতে মানিকগঞ্জ জেলার সদর থানার বেতিলা এলাকা থেকে গরুটি চুরি করেছিলো তারা। পরে বিক্রির উদ্দেশ্যে লেগুনায় করে গরুটি সাভার দোসাইদ এলাকার দিকে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন।