• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৪৯:৩৩ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:৪৯:৩৩ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

রাস্তার পাশে রোপণ করা বটের চারা কাটার প্রতিবাদে মানববন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রাস্তার পাশে সরকারি খাস জমিতে রোপণ করা গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।২৭ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিলমাড়ীয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিলমাড়ীয়া ইউপি সদস্য লিব্বাস আলীর সভাপতিত্বে স্থানীয় বাসিন্দার গাছ কাটার প্রতিবাদ জানান।জানা যায়, বছর খানেক আগে লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের নওপাড়া-বিলমাড়ীয়া সড়কের পাশে রবিউলের মোড়ে সরকারি জায়গায় একটি বট গাছের চারা রোপণ করেছিলেন স্থানীয় এক ভ্যানচালক। গাছটি বেশ বড় হয়ে উঠছিল। স্থানীয় লোকজন গাছটির পরিচর্যা করতো। গত ২৫ জুন মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় বাসিন্দা ও বড়াইগ্রাম উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মরত ফাল্গুনী হক ইতি বটগাছের চারাটি কেটে নিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে বেশ ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা এর বিচার চেয়ে সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারের কাছে আবেদন করেন।এ বিষয়ে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার বলেন, আমি বিষয়টি দেখব।